চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে গরুব্যবসায়ী

 

স্টাফ রিপোর্টার: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে গরুব্যবসায়ী সলোক আলী সর্বস্ব খুইয়েছেন। খাতির জমিয়ে তবিল থেকে সব টাকা বের করে নিয়ে গেছে অজ্ঞানপার্টির সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর পশুহাট সংলগ্ন খাবার হোটেলে এ ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী সলোক আলীকে অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে গরুব্যবসায়ী সলোক আলী মঙ্গলবার সকালে গরু কেনাবেচা করতে যান মেহেরপুর পশুর হাটে। দুপুরে একটি হোটেলে খাওয়ার পর টিসু দিয়ে মুখ মোছেন। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। তার কাছ থেকে প্রতারকরা টাকা-পয়সা হাতিয়ে নেয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

Leave a comment