মাথাভাঙ্গা মনিটর: ঠিক সময়ে নিজেদের হলুদ জার্সির গর্ব, অহঙ্কার বুঝতে পারলো নেইমারের দল। কঠিন পরীক্ষায় পড়েই যেন ঝলসে উঠলো। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই চলে গেল শেষ আটে। সেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এ ম্যাচে ১-১ ড্র করলেও ছিটকে পড়তে হতো ব্রাজিলকে। আগেই দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর ইরাকের বিপক্ষেই জাল খুঁজে পাননি নেইমার-বারবোসা-জেসুসরা। এ কারণে শঙ্কা তো ছিলোই। ডেনমার্কই যে ‘এ’ গ্রুপে ছিলো সবচেয়ে শক্ত অবস্থানে। কিন্তু নিজেদের দিনে ব্রাজিল যে বিশ্বের যেকোনো দলের চেয়েই শত মাইল এগিয়ে, সেটাই প্রমাণ হয়ে গেল। দর্শকদের দুয়ো শুনে আগের দুই ম্যাচে মাঠ ছেড়েছিলেন নেইমাররা। জানতেন, তৃতীয় ম্যাচে প্রত্যাশা পূরণ না হলে আরও বড় অপমান অপেক্ষা করছে। তবে দর্শকদের দুয়ো তো সাময়িক। ইতিহাসই কি ক্ষমা করবে? নিজেদের মাটিতে অলিম্পিক, এ একটা অধরা সোনা জয়ের মিশন।
ঠিক সময়ে ঝলসে উঠে শেষ আটে ব্রাজিল
