বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। স্থানীয় সময় বুধবার এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। গত ৬ বছর ধরে গৃহকর্মী ছাড়া সব ধরনের শ্রমিক নেয়া বন্ধ রাখে সৌদি সরকার। পুনরায় শ্রমিক নিয়োগের এ সিদ্ধান্তের বিষয়ে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি বলেছেন, বাংলাদেশের সব খাতের শ্রমিকদের জন্য নিঃসন্দেহে ভালো খবর। শ্রমিক নেয়া বিষয়টি পুনরায় চালু হওয়ার বিষয়টি গত জুনে সৌদি বাদশা সালমান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ফল। তিনি বলেছেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের দক্ষ, অদক্ষ ও পেশাগত (চিকিৎসক, নার্স, শিক্ষক, ফার্ম ও নির্মাণ শ্রমিক) শ্রমিকদের জন্য নতুন পথ খুলে দেবে। এজন্য বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা জানাব। রাষ্ট্রদূতের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এর মধ্যে ৬০ হাজার নারী শ্রমিক। গোলাম মোশি জানিয়েছেন, গত জুন থেকে পুরুষ গৃহকর্মী নেয়া জন্য ভিসা প্রদান করা হচ্ছে। প্রত্যেক মাসে ৬ হাজার নারী গৃহকর্মী সৌদি আরব আসছে। এখানে প্রায় ৪৮ খাতে আমাদের শ্রমিকরা কাজ করছেন।