শৈলকুপায় সংখ্যালঘু পরিবারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

 

শৈলকুপা প্রতিনিধি: শৈলকুপা উপজেলার কবিরপুরে বাসুদেব রায় নামে এক সংখ্যালঘু পরিবারকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে দরজার ফাঁক দিয়ে এ চিঠি রেখে যায় তারা। সোমবার সকালে বাড়ির মালিক চিঠিটি পেয়ে প্রশাসনকে জানিয়েছে। চিঠি পাওয়ার পরে পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

চিঠিতে লেখা আছে, তোর ঘরের দরজা খুলতি কলাম তা দরজা খুললি না কেন?…। তোর ছেলের….. খবর আছে, ২/৩ দিনের ভিতরে লাশ পড়ে যাবিনি। বেশি চালাকি করলে খবর আছে। সাবধান করেছিলাম। এর ফল ভালো হবে না। সবগুলো এখান থেকে হটেক নয় তো, মরবিনি।

বাসুদেব জানান, সোমবার সকালে ঘরের দরজা খোলার পর চিঠিটি পেয়ে প্রশাসনকে জানানো হয়েছে। শৈলকুপা থানার ওসি তারিকুল ইসলাম জানান, খবরটি শুনে তিনি ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছিলেন। থানায় জিডি করলে ব্যবস্থা নেয়া হবে। কয়েকদিন আগে বাসুদেবের বড় ভাই ষষ্ঠিরাম রায়কে হত্যার হুমকি দিয়ে একই ভাবে চিঠি দেয়া হয়।

Leave a comment