দর্শনা পুলিশ পোড়াদাহ জিআরপি ও কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের অভিযান

 

সাংবাদিক ও পুলিশের ওপর হামলা মামলার আসামি রোকন সুমন গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক চঞ্চল মেহমুদ ও দর্শনা হল্টস্টেশন জিআরপি ফাঁড়ির কনস্টোবল জিয়াউল হুদার ওপর হামলাকারীরা মাস খানেক ধরে দিয়েছে গাঢাকা। পুলিশ পৃথক দুটি মামলার আসামিদের গ্রেফতারে দফায় দফায় অভিযান অব্যাহত রেখেছে। দুদিনের ব্যবধানে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ, দর্শনা আইসি পুলিশ ও চুয়াডাঙ্গা জিআরপি সদস্যরা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রোকন ও সুমন নামের ২ হামলাকারী। গত মঙ্গলবার রাত ১১টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা দক্ষিণচাঁদপুরের গোরস্থানপাড়ার আবু বক্করের ছেলে রোকনুজ্জামান রোকনকে (২৭) গ্রেফতার করেছেন। এসআই শফিকুল ইসলাম বলেছেন, রোকনের বিরুদ্ধে সাংবাদিক, পুলিশ হামলা, ডাকাতিসহ ৫/৬টি মামলা রয়েছে। গ্রেফতারের পর থেকে পুলিশি জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন দারোগা শফিক। গতকাল বুধবার রোকনকে আদালতে সোপর্দ করা করা হয়েছে। এদিকে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রহমান ও কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোড়াদাহ স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে দর্শনা হল্টস্টেশনপাড়ার আলীর ছেলে সুমনকে (২৫)। এসআই মামুন বলেছেন, সুমন জিআরপি কনস্টেবল জিয়াউল হুদা ও সাংবাদিক চঞ্চল মেহমুদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।