চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ট্রাক উল্টে খাদে : হেলপার চিকিৎসা নিলেও হদিস মেলেনি চালকের

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি কালভাটের নিকট চালভর্তি ট্রাক উল্টে খাদে পড়েছে। গতরাত ১২টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের টহলদলের সামনেই ঘটে এ দুর্ঘটনা। হেলপার বড়হাঁপানিয়ার ওয়াসকুরুনিসহ তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও চালক হাড়োকান্দির আরিফের সন্ধান মেলেনি।

জানা গেছে, চালভর্তি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৩১১) চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলো। রাত ১২টার দিকে মুন্সিগঞ্জ রোয়াকুলি গ্রামের অদূরবর্তী কালভার্টের নিকট পৌঁছুলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের ছোট দুটি গাছের সাথে ধাক্কা মারে। উল্টে পড়ে পার্শ্ববর্তী খাদে। আলমডাঙ্গা থানার টহল পুলিশের এসআই গিয়াস উদ্দীন বলেন, একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয়। চালকের হদিস মেলেনি। ট্রাকে দুইজন আরোহী ছিলেন বলে হেলপার জানালেও তাদের অবশ্য পাওয়া যায়নি।