জীবননগরে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া সুদ ব্যবসায়ী নার্গিস আটক : জামিনে মুক্তি

ছবি সংযুক্তঃ-

 

জীবননগর ব্যুরো: জীবননগরে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করে লাক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে সুদ ব্যবসায়ী নার্গিস খাতুন (২৮)। বেশি অর্থ জমা দিলে বেশি মুনাফা এই আশার জালে ফাঁসিয়ে উপজেলার ১১ ব্যক্তির নিকট থেকে অর্থ আত্মসাত করেন তিনি। গতকাল সোমবার প্রতারণার শিকার ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজের নিকট এ অভিযোগ দাখিল করে। নার্গিসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ তাকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার দৌলতগঞ্জ পাড়ার বাসিন্দা কবীরের স্ত্রী নার্গিস খাতুন দীর্ঘদিন যাবৎ সুদের ব্যবসা চালিয়ে আসছেন। প্রায় ৬ মাস আগে তিনি ওই এলাকার আলিয়া খাতুন, রাবেয়া খাতুন, নিয়াশা, নাহার, রাবেয়া, ফরিদা, নাসিমা, শহিদা, নূর জাহান, হালিমা ও শহিদুলসহ মোট ১১ জনের নিকট থেকে প্রতি ৫০ হাজারে এক মাসে ১০ হাজার টাকা মুনাফার লোভ দেখিয়ে সর্বমোট ২ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাত করেন। এ ঘটনায় প্রতারক নার্গিস মুনাফার কোনো টাকা না দিয়ে তাদেরকে দিনের পর দিন ঘোরাতে থাকেন। এক পর্যায়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা তাদের মূল অর্থ ফেরত চাইলে তাও দিতে অস্বীকৃতি জানায় নার্গিস। এ কারণে প্রতারণার শিকার ভুক্তভোগীরা তাদের অর্থ আদায় করতে না পারায় প্রতারক নার্গিসের বিরুদ্ধের উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজের নিকট অভিযোগ দাখিল করেন। ইউএনওর নির্দেশে পুলিশ প্রতারণার দায়ে নার্গিসকে আটক করে। পরবর্তীতে ১৫ দিনের মধ্যে ২ লাখ টাকা পরিশোধ অনাদায়ে ৩ মাসের মধ্যে ২ লাখ ৫০ টাকা পরিশোধ করার শর্তে তাকে মুক্তি দেয়া হয়। এ সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যার্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। এদিকে প্রতারক নার্গিসের নিকট এ অর্থ আত্মসাতের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, একটি এনজিও থেকে অতিরিক্ত লোন নিয়ে তা পরিশোধ করতে না পারায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

 

Leave a comment