গাংনীতে ঘর ছেড়েছেন মজনুর পরকীয়া প্রেমে দিওয়ানা প্রবাসীর স্ত্রী শরিফা

 

গাংনী প্রতিনিধি: মজনু নামের এক যুবকের প্রেমে দিওয়ানা প্রবাসীর স্ত্রী শরিফা খাতুন (২৮) অবশেষে ঘর ছেড়েছেন। স্বামীর দুঃসম্পর্কের ভাজিতা মজনু মিয়ার সাথে বেশ কয়েক বছরের পরকীয়া প্রেমের টানে এক কন্যা সন্তান ফেলে পালিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। মজনু ও শরিফার পরকীয়া প্রেম কাহিনী এখন এলাকার মানুষের মুখরোচক আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। গৃহবধূ শরিফা খাতুন মেহেরপুর গাংনী উপজেলার কচুইখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী। মজনু মিয়া তার প্রতিবেশী মোজাম হোসেনের ছেলে।

নাজমুলের পরিবার ও এলাকাসূত্রে জানা গেছে, দিঘলকান্দি গ্রামের সদর উদ্দীনের ছেলে নাজমুলের সঙ্গে পার্শ্ববর্তী দিঘলকান্দি গুচ্ছগ্রামের মৃত মুক্তার হোসেনের মেয়ে শরিফা খাতুনের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। বিয়ের কিছুদিন পর রোজগারের উদ্দেশ্যে মালয়েশিয়া পাড়ি জমায় নাজমুল। দুই বছর পর ছুটিতে বাড়িতে আসেন। দ্বিতীয় দফায় বছর দেড়েক তিনি মালয়েশিয়া অবস্থান করছেন। এক মেয়ে নিয়ে স্বামীর পিতার বাড়িতে বসবাস করতেন শরিফা খাতুন। স্বামীর কষ্টে উর্পাজিত টাকা দিয়ে গয়নাগাটি কেনাসহ সংসার চালাতেন শরিফা। এর মধ্যে প্রতিবেশী যুবক মজনু মিয়ার সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর অবর্তমানে চুটিয়ে প্রেম করতেন শরিফা। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে শরিফাকে বিভিন্নভাবে শাসন করেন। কিন্তু প্রেম শোনে না কারো কথা? প্রেমের টানে গত কয়েকদিন আগে মজনুর হাত ধরে ঘর ছাড়ে শরিফা। তারা দুজনে বিয়ে করছেন বলে ধারণা করছেন নাজমুলের পরিবার।

এদিকে শরিফা খাতুন পালিয়ে যাওয়ার সময় ৫০ হাজার টাকা ও সোনারগয়না নিয়ে গেছে বলে অভিযোগ স্বামীর পরিবারের। বিষয়টি তারা গাংনী থানা পুলিশকে অবহিত করেছেন।

 

Leave a comment