জীবননগর ব্যুরো: বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কর্তৃক অনুর্ধ্ব ১৫ ফুটবল দলের জন্য জীবননগর উপজেলায় বাছাইকৃত ২৪ জন খেলোয়াড়ের ৫ দিনের প্রশিক্ষণ গতকাল বুধবার শেষ হয়েছে। জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্টেডিয়ামে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণের গতকাল সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য প্রদানকালে বলেন, যে প্রশিক্ষণ গত ৫ দিনে নেয়া হয়েছে তা বিভাগীয় ও ঢাকা পর্যায়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে কাজে লাগাতে হবে। তিনি প্রত্যেককে এক একজন দক্ষ ফুটবলার হয়ে এলাকা ও দেশের সুনাম বয়ে আনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান। ৫ দিনের এ প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশ ফটবল ফেডারেশনের কোচ দিপক কুমার নাথ ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসম্পাদক সরোয়ার হোসেন মধু অনুর্ধ্ব ১৫ দলের জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত ২৪ জন ফুটবল খেলোয়াড়কে প্রশিক্ষণ প্রদান করেন।