চু্য়াডাঙ্গা সরোজগঞ্জে গাছের ডাল চাপা পড়ে একজনের মৃত্যু
পাঁচমাইল প্রতিনিধি: আলমডাঙ্গার তিয়রবিলার জাহাঙ্গীর আলমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার আলমসাধুযোগে চুয়াডাঙ্গায় আসার পথে সরোজগঞ্জে গাছের ডাল ভেঙে তার ওপর পড়লে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর আলম দীর্ঘদিন চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় বসবাস করে আসছিলেন।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের মৃত শাহাদত মালিতার ছেলে জাহাঙ্গীর আলম (৫০) চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় বসবাস করে আসছিলেন। গতকাল বুধবার সরোজগঞ্জ থেকে আলমসাধুযোগে ফার্মপাড়ায় ফেরার পথে সরোজগঞ্জ বাজারে সিনেমা হলের কাছে পৌঁছুলে কড়ুই গাছের একটি ডাল ভেঙে পড়ে আলমসাধুর যাত্রীর ওপরে পড়ে। এতে জাহাঙ্গীর আলম মাথায় প্রচণ্ড আঘাত পান। জাহাঙ্গীরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কথা বলা হয় তিয়রবিলা গ্রামের পল্লি চিকিৎসক আব্দুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাহাঙ্গীর তিয়রবিলা গ্রামের ছেলে হলেও দীর্ঘদিন ধরে চু্য়াডাঙ্গার ফার্মপাড়ায় বসবাস করতেন।