অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও গয়নাগাটি লুট : আহত ১

চুয়াডাঙ্গার উজুলপুরে সংখ্যালঘুর বাড়িতে মুখোশধারী ডাকাতদলের হানা

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার উজুলপুর গ্রামে এক সংখ্যালঘুর বাড়িতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল হানা দিয়েছে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে টাকা ও গয়নাগাটি লুট করেছে। ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় গৃহকর্তার বকুলকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় সংখ্যালঘু ওই পরিবারে মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১০-১২ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাত দল চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজুলপুর বিলপাড়ার ভুশন কুমার বিশ্বাসের ছেলে দুলাল কুমার বিশ্বাসের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার ও ৪ ভরী গয়নাগাটিসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। প্রথমে ডাকাতদল বাড়িতে প্রবেশ করার সময় ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় গৃহকর্তার ছেলে বকুল কুমার বিশ্বাসকে (১৩) পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ডাকাতদল বকুলকে অপহরণের চেষ্টা করে। বাড়ির লোকজন ডাকাতদলের নিকট মিনতি করে ছেলের প্রাণ বাঁচায়। অবশেষে ৪০ হাজার টাকা দাবি করে বকুলকে ছেড়ে দেয় ডাকাতরা। এ ঘটনা কাউকে জানালে পরিবারের সবাইকে হত্যারও হুমকি দেয় ডাকাতদল।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। এদিকে ঘটনার পর থেকেই সংখ্যালঘু ওই পরিবারে মধ্যে বিরাজ করছে অজানা আতঙ্ক।