কুড়ুলগাছি প্রতিনিধি: কুড়ুলগাছি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শাহ এনামুল করীম ইনুসহ ৯ জন ইউপি সদস্য ও ৩ জন মহিলা সদস্য। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আলী আকবারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দেশের জনগণ আজ জঙ্গি সন্ত্রাসদের ভয়ে আতঙ্কগ্রস্ত। জঙ্গিবাদদের প্রতিহত করতে হবে। জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস নয়। এদেশ থেকে নির্মূল করতে চায় তাদের এদেশে ঠাঁই নাই। বর্তমান সরকার জঙ্গি সন্ত্রাস দমনে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, বাল্যবিয়ের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।
বক্তব্য রাখেন কুড়ুলগাছি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ এনামুল করীম ইনু, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সমাজসেবক দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক মাথাভাঙ্গার কুড়ুলগাছি প্রতিনিধি হাসেম রেজা-হাসমত ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি জিয়া। এ সময় ইউনিয়নের নবনির্বাচিত সদস্য আজারুল ইসলাম, আব্দুল হাই, আব্দুল কাদির, শরিফ উদ্দীন, সিদ্দিকুর রহমান বিশ্বাস কাবিল, আব্দুর রব, সেকার উদ্দীন, আব্দুল হাকিম, আলী আহম্মদ গান, মহিলা সদস্য, নজরুল ইসলাম, সমাজসেবক মারুফ শাহ, ইমদাদুল মালিতা, সিরাজুল হক, বেল্টু, জাহাঙ্গীর, মীর, ফারুক, মিজানুর রহমান, আব্দুল হাকিম, ডালিম, কালু, মিনাল, যুবলীগ নেতা শরিফুল ইসলাম রাঙ্গাসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গণ। অনুষ্ঠান শেষে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের হলরুমে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান শাহ এনামুল করীম ইনু বলেন, এই ইউনিয়নবাসীর দায়িত্ব আজ থেকে আমি আমার কাঁধে তুলে নিলাম। ইউনিয়ন বাসী তার নিজ নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় ইউপি সদস্য ও সদস্যাদের মাধ্যমে আমার কাছে এলেই আমি সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। পরিশেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া নিয়ে চেয়ারম্যানের আসনটিতে বসেন। অপরদিকে ওই ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য সদস্যাগণ তাদের নিজ নিজ এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের দায়িত্ব গ্রহণ করেন। সঞ্চালনের দায়িত্ব পালন করেন হাসমত ও জাহাঙ্গীর। পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে আলোচনা সভাটি শেষ হয়।