চুয়াডাঙ্গার ভুলটিয়া বাজার মসজিদের ইমাম কাজী আবু জাফরের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া বাজার মসজিদের ইমাম কাজী আবু জাফরের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে। গত ২৫ জুলাই রাত ১১টার দিকে কুতুবপুর ইউনিয়নের আলিয়ারপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী রানী খাতুনের (১৬) সাথে একই ইউনিয়নের মর্তুজাপুর প্রামের মেহের আলীর ছেলে জাহাঙ্গীর আলমের (২৪) বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়। মেয়ের বয়স কম হওয়ার কারণে এলাকার কোনো কাজী বা ইমাম বিয়ে পড়াতে রাজি না হলে ভুলটিয়া বাজার মসজিদের ইমাম কাজী আবু জাফর মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিয়ে পড়িয়ে দেন।

এলাকার সচেতনমহল জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন যখন বাল্যবিয়ে বন্ধের জন্য লালকার্ড দেখিয়ে বেড়াচ্ছে তখন কুতুবপুর ইউনিয়নের কাজী আবু জাফর প্রশাসনের উদ্যোগকে হলুদকার্ড দেখিয়ে বাল্যবিয়ে পড়িয়ে যাচ্ছেন। কাজী আবু জাফরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতনমহল।