স্টাফ রিপোর্টার: মেহেরপুর জেলার মুজিবনগর গোপালপুরের চায়ের দোকানের সামনে থেকে কামাল (৪০) নামের এক প্রবাসীকে অপরহরণ করেছে দুর্বৃত্তরা। তিনি মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত ফুলসুরাত আলীর ছেলে। গতকাল রোববার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গোপালপুর দক্ষিণপাড়ার কামালের চায়ের দোকানের সামনে থেকে মুখোশ পরিহিত ১০/১৫ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায় বলে এলাকাসূত্রে জানা গেছে। এ বিষয়ে মুজিবনগর থানার ওসি কামাল হোসেনের সাথে মোবাইলফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বিধায় ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেছেন, মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের কামাল নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে জানতে পেরেছি।