ভোটে হবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি

 

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ভোটের মাধ্যমে নির্বাচিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ কমিটির মাধ্যমে পরিচালিত হওয়াকেও অবৈধ ঘোষণা করেছে আদালত। এসব বিশেষ কমিটি বাতিলপূর্বক এক মাসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেয়া হয়েছে। উচ্চ আদালতের এই রায়ের ফলে জাতীয় সংসদের সদস্যরা বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি পদে থাকতে পারবেন না।  রায়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। এমপিদের নিয়োগ সংক্রান্ত প্র-বিধানমালার ৫(১)(২) ধারা এবং বিশেষ ধরনের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালার ৫০ ধারা অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় গতকাল রোববার প্রকাশ পেয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গত পহেলা জুন সংক্ষিপ্ত এই রায় ঘোষণা করেছিলেন।

রায়ে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯-এর ৫(১)(২) ও ও ৫০ ধারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ-১৯৬১-এর ৩ ও ৩৯(২)(vi) ধারার সাথে সাংঘর্ষিক। কারণ অধ্যাদেশের এ সংক্রান্ত ধারায় এমন কোনো ক্ষমতা দেয়া হয়নি যে কোনো সংসদ সদস্যকে বিনা নির্বাচনে গভর্নিং বডির চেয়ারম্যান করা বা বিশেষ কমিটি গঠন করা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশের আলোকে দেশের সকল শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি কলেজসমূহের প্রবিধানমালায় বিনা ভোটে গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশেষ কমিটি গঠনের কোনো বিধান থাকলে তা একই যুক্তিতে বাতিল ঘোষিত হবে। কারণ শিক্ষা ব্যবস্থায় সমান অবস্থা নিশ্চিত করতেই এটি করতে হবে। রায়ে বলা হয়েছে, সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রতি পাঁচ বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বিধান রয়েছে। তাহলে গভর্নিং বডির সভাপতি পদে কেন নির্বাচন হবে না? গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করতে নির্বাচনের মাধ্যমে গভর্নিং বডির সভাপতি নিয়োগের বিধান তৈরি করার জন্য শিক্ষা সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া গেলো। শিক্ষা বোর্ড ও সরকারের অনুমতি নিয়ে অনির্বাচিত লোকদের নিয়ে বিশেষ ম্যানেজিং কমিটি গঠনের সুযোগও বাতিল করা হলো। রায়ের কপি পাওয়ার ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত সকল আইন ও বিধিমালা সংশোধন করতে শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশের বিধান অনুযায়ী এক মাসের মধ্যে গভর্নিং বডির সভাপতি নিয়োগ দিতে হাইকোর্টের রায়ে বলা হয়েছে। রায়ের পর ইউনূস আলী আকন্দ জানান, এই রায় দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Leave a comment