আলমডাঙ্গায় প্রাতঃভ্রমণের সময় পাঁচ নারীর ওপর আলমসাধু চাপা : একজন নিহত

 

স্টাফ রিপোর্টার: প্রাতঃভ্রমণের সময় পাঁচ নারীর ওপর আলমসাধু তুলে দিল এক চালক। কচু বোঝাই আলমসাধু চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বৃদ্ধা রহিমা বেগম। আহত হয়েছেন ফেরদৌসী বেগম নামের আরেক নারী। রোববার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইন্দিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (৬০) গ্রামের মুনসুর আলীর স্ত্রী।

গ্রামসূত্রে জানা গেছে, সকালে ফজর নামাজের পর গ্রামের পাকা সড়কে প্রতিদিনের মতো হাঁটতে বের হন গ্রামের পাঁচ নারী। এ সময় কচু বোঝাই বেপরোয়া গতির একটি অবৈধ আলমসাধু তাদের ওপর তুলে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রহিমা বেগম (৬৫)। গুরুতর আহত হন একই গ্রামের আবদুল মান্নানের স্ত্রী ফেরদৌসী বেগম (৫৫)। তাকে গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর কচু বোঝাই আলমসাধু নিয়ে চালক সটকে পড়েন। কেউ কেউ বলেছেন আলমসাধুটি খালি ছিলো। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মেহেদী রাসেল দুর্ঘটনায় বৃদ্ধা রহিমা বেগম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।