ইয়েমেন সীমান্তে সংঘর্ষে ৭ সৌদি সেনা ও বহু হুতি যোদ্ধা নিহত
মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের ইয়েমেন সীমান্তে সৌদি সেনাদের সাথে ইয়েমেনি হুতি যোদ্ধাদের ব্যাপক লড়াইয়ে ৭ সৌদি সেনা ও বহু হুতি যোদ্ধা নিহত হয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর এক বিবৃতির বরাতে গতকাল রোববার এ খবর দিয়েছে। কুয়েতে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের সাথে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের শান্তি আলোচনা চলার মধ্যেই এ লড়াইয়ের ঘটনা ঘটল। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট ও জেনারেল পিপলস কংগ্রেস পার্টি জোটের প্রধান আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের ছত্রছায়ায় হুতি যোদ্ধারা শনিবার রাবোউ এলাকায় সৌদি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায়, এতে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এতে আরও বলা হয়, জোট বাহিনীর পাল্টা বিমান হামলায় আক্রমণ প্রতিহত করা হয় এতে আক্রমণকারীদের সামরিক যান ধ্বংস হয় এবং বহু হুতি যোদ্ধা নিহত হয়। লড়াইয়ে এক সৌদি সামরিক কর্মকর্তা ও ৬ সেনা নিহত হয় বলেও এসপিএ প্রকাশিত বিবৃতিটিতে জানানো হয়। গত ১৬ মাস ধরে চলা ইয়েমেনের লড়াইয়ে ছয় হাজার ৪০০ লোক নিহত হয়েছে এবং ২৫ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন। লড়াইয়ে নিহতদের প্রায় অর্ধেক বেসামরিক।
তুরস্কে বরখাস্ত আরও প্রায় ১৪শ সামরিক কর্মকর্তা
মাথাভাঙ্গা মনিটর: ব্যর্থ অভ্যূত্থানের জেরে তুরস্কের সশস্ত্র বাহিনীর আরও প্রায় ১ হাজার ৪০০ কর্মকর্তা বরখাস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সাথে যোগসাজশ থাকার সন্দেহে তাদেরকে বরখাস্ত করা হয় বলে রোববার জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান সশস্ত্র বাহিনীতে আমূল পরিবর্তন আনার ঘোষণা দেয়ার কয়েকঘন্টা পরই এত বিপুল সংখ্যক কর্মকর্তা বরখাস্ত হলো। গতকাল রোববার গেজেট আকারে সুপ্রিম মিলিটারি কাউন্সিলে পরিবর্তন ও সেনা সদস্যদের বরখাস্ত করার ঘোষণা দেয়া হয়। ওই গেজেট অনুযায়ী, গুলেনের সাথে যোগসাজসের সন্দেহে উচ্চ পদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৩৪৯ জন সেনা সদস্য বরখাস্ত হলেন। এর আগে তুরস্ক শতাধিক জেনারেল ও অ্যাডমিরালসহ ১ হাজার ৭০০’র বেশি সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছিলো। তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলেনকেই দায়ী করে আসছে আঙ্কারা। গুলেনের সাথে জড়িত থাকার সন্দেহে তুরস্কে এ পর্যন্ত ৬০ হাজার জন আটক, বরখাস্ত বা চাকরিচ্যুত হয়েছে। এদের মধ্যে সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারকসহ শিক্ষকরাও রয়েছেন।
প্যারাস্যুট ছাড়াই ২৫ হাজার ফুট ওপর থেকে লাফ
মাথাভাঙ্গা মনিটর: বিশ্বরেকর্ড গড়লেন আমেরিকান স্কাইডাইভার লুক এইকিন্স। প্যারাস্যুট ছাড়াই শনিবার ২৫ হাজার ফুট (৭ হাজার ৬২০ মিটার) ওপর থেকে লাফিয়ে নিচে টাঙানো একটি নেটে পড়েন তিনি। লুক এইকিন্স সুস্থ আছেন। এর আগে এতো উঁচু থেকে কেউ প্যারাস্যুট ছাড়া লাফিয়ে পড়ার সাহস দেখাননি। এইকিন্সের এই সাহসী কার্যক্রমটি ফক্স টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের সিমি ভ্যালিতে ডেড সেন্টার নামে টাঙিয়ে রাখা ১০০ বর্গফুটের একটি জালের মধ্যে ২৫ হাজার ফুট ওপর থেকে ঝাঁপিয়ে পড়েন এইকিন্স। ৪২ বছর বয়সী এইকিন্সের সময় লেগেছে ২ মিনিট। ঘণ্টায় ১৯৩ কিলোমিটার গতিতে জালে এসে পড়েন তিনি। পরে সেখান থেকে প্রথমে তার স্ত্রী ও সন্তানকে শুভেচ্ছা জানিয়েছেন। লাফ দেয়ার আগ মুহূর্তে ভয় পাচ্ছিলেন জানিয়ে এইকিন্স বলেন, এত ওপর থেকে লাফ দিয়ে জালে পড়তে না পারলে মারা যেতাম। লক্ষ্যে অটুট থাকায় সফল হয়েছি। তিনি বলেন, আমি আমার দেহকে শূন্যে ভাসিয়েছে, সত্যিই অদ্ভুত অনুভূতি।
টেক্সাসে বেলুন বিধ্বস্তে নিহত ১৬
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বেলুন বিধ্বস্ত হয়ে ১৬ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের সময় (১২:৪০ জিএমটি) টেক্সাসের রাজধানী অস্টিনের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে লকহার্ট টাউনের কাছে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক লাইনের সঙ্গে ধাক্কা লেগে বেলুনটিতে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে, পরে এটি লকহার্টের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। ক্যাল্ডওয়েল কাউন্টি শেরিফ ড্যানিয়েল ল জানিয়েছেন, জরুরি বিভাগের কর্মীরা যখন আসেন তখন বেলুনটির ঝুড়ির অংশটিতে আগুন ধরে গেছে। এ ঝুড়িতেই বেলুনটির ক্রু ও যাত্রীরা ছিলেন। বিবিসি জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওতে উচুঁ বৈদ্যুতিক লাইনের কাছে বেলুনটিকে পড়ে থাকতে দেখা গেছে, এতে বেলুনটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসেছিল বলে ধারণা করা হচ্ছে; তবে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।