দামুড়হুদা পাইলট হাইস্কুলকে জাতীয়করণ করায় আনন্দ র‌্যালি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা পাইলট হাইস্কুলকে জাতীয়করণ করায় স্কুলের পক্ষ থেকে আনন্দ র‌্যালি করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে এক আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্কুলের সভাকক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন, আব্দুর রহিম, যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, হযরত আলী, হাশেম মালিথা, সাবেক ইউপি সদস্য রাশেদুল মেম্বার প্রমুখ। দামুড়হুদা পাইলট হাইস্কুলকে জাতীয়করণ করায় বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞা প্রকাশ করেছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম।