চুয়াডাঙ্গায় বাউলদের ওপর হামলায় জেলা বাউল কল্যাণ সংস্থার প্রতিবাদ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাউলদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বাউল কল্যাণ সংস্থা। গতকাল রোববার জেলা বাউল কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে সাধু ও বাউলরা সমবেত হয়ে এই প্রতিবাদ জানান। তারা বাউলদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে গত শুক্রবার দামুড়হুদার গোবিন্দপুরে হামলার শিকার ব্যক্তিরা প্রকৃত বাউল কিনা তা খতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেন তারা। তবে জীবননগরের একতারপুর গ্রামে হামলার বিষয়ে তারা মন্তব্য করেন, ওই হামলার ঘটনা তাদের আভ্যন্তরীণ। এছাড়া দামুড়হুদার গোবিন্দপুরে হামলার শিকার ব্যক্তিরা প্রকৃত বাউল নয়। তারা ল্যাংটা বাবার তরিকাভক্ত। গতকাল রোববার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার প্রধান কার্যালয় সদর উপজেলার শৈলগাড়ী গ্রামে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দীন ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাউল মুসলিম উদ্দীন শাহ জুড়োন, মোমতাজ উদ্দীন, একদিল শাহ, আব্দুর রাজ্জাক রাজা, তৌহিদ হাসান, আব্দুল লতিফ শাহ, আকলিমা খাতুন, সেলিনা খাতুন, নাসিমা খাতুন, আমির হোসেন প্রমুখ।