গাংনীর রামনগরে গৃহবধূর আত্মহত্যা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রামনগর গ্রামে কুরছিয়া খাতুন (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে আড়াই ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে নিহতের পিতার পরিবারের সন্দেহের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের আব্দুল আলিমের স্ত্রীর সাথে গতকাল সকালে তার কথা কাটাকাটি হয়। বেশ কিছুদিন থেকেই তাদের দাম্পত্য কলহ ছিলো। মাঝে মধ্যে মারধরও করতেন স্বামী। সংসারে ছিলো অশান্তি। গতকাল সকালে ঝগড়ার পর দুই ছেলে নিয়ে মাঠে ফসলের ক্ষেতে কাজ করতে যায় আব্দুল আলিম। এ সময় বাড়িতে মানুষ শূণ্য থাকার সুযোগে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন কুরছিয়া। পরে লাশ উদ্ধারের পর নিহতের পিতার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়ে সন্দেহ পোষণ করে স্বামীর বিচার দাবি করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত হতেই লাশ ময়নাতদন্ত করা হচ্ছে।