মেহেরপুরে বাস্তুহারালীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন : সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

মেহেরপুর অফিস: আওয়ামী বাস্তুহারালীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বাস্তুহারালীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত সমাবেশে মেহেরপুর জেলা বাস্তুহারালীগের সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি জয়নাল আবেদীন বলেন,  সন্ত্রাস ও জঙ্গিবাদ দিয়ে এ সরকারকে সরানো যাবে না, একাত্তরের স্বাধীনতা বিরোধীরা জঙ্গিবাদ সৃষ্টি করছে, জননেত্রী শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দিয়ে মানুষ খুন করা হচ্ছে, এটা কোন দেশের সরকার, কোনো জাতি মেনে নিতে পরে না, এই জঙ্গিবাদের অর্থদাতা এবং এর মদতদাতার উৎস খুঁজে পাওয়া গেছে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান (ছোট), শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, খুলনা বিভাগীয় অওয়ামী বাস্তুহারালীগের  সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লাভলু ও  আওয়ামী লীগ নেতা টনিক বিশ্বাস। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙ্গীকারে বাস্তুহারালীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক মাহফিজুর রহমান পোলেন, যুগ্মআহ্বায়ক রিংকু মাহমুদ, জেলা স্বেচ্ছা সেবক লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সদর থানা শ্রমিক লীগের সভাপতি সজেদুর রহমান সাজু, মেহেরপুর শহর তরুন লীগের সভাপতি নূর হোসেন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক শেখ মিসকিন, জেলা বাস্তুহারালীগের যুগ্মসম্পাদক আব্দুল মতিন, সদর উপজেলা বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল, কলেজ ছাত্র লীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল প্রমুখ। বাস্তুহারালীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ উপস্থাপনা করেন জেলা আওয়ামী বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি। সমাবেশ শেষে এ দিন সন্ধ্যার দিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরদ্ধে শহরে বিক্ষোভ মিছিল বের হয় ।

 

Leave a comment