মুজিবনগর প্রতিনিধি: সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালনরোধে, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মেহেরপুরের মুজিবনগরে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৫টার দিকে বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার এসআই মতিউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, সমাজসেবক মোজাম্মেল হক। বক্তব্য রাখেন সুবেদার মুজিবনগর কেম্পানি কমান্ডার তোফাজ্জেল হোসেন, প্রধান শিক্ষক মি. প্রশান্ত মণ্ডল ও ইউপি সদস্য আশা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। সীমান্তে চোরাচালান রোধ ও সীমান্ত হত্যা বন্ধে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সাধারণ মানুষ ও বিজিবিকে এক সাথে কাজ করার আহ্বান জানান ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন।