ঢাকা থেকে চুরি হওয়া তেল গাংনীতে উদ্ধার : গ্রেফতার-১

 

গাংনী প্রতিনিধি: মেঘনা ওয়েল কোম্পানির চুরি হওয়া এক ট্রাক সোয়াবিন তেলসহ মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজারের টুকু বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জ থানা পুলিশের একটি দল বামন্দী পুলিশ ক্যাম্পের সহায়তায় ওই অভিযান পরিচালনা করে।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আলী রেজা জানান,  গত ২০ জুলাই ঢাকার নারায়নগঞ্জ থেকে মেঘনা ওয়েল কোম্পানির একটি তেলবাহী কাভার্ড ভ্যান সোয়াবিন তেল নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেয় চালক ও বিতরণকারী কর্মকর্তা। কিন্তু যশোরে নির্ধারিত ডিলারের কাছে পৌঁছে না দিয়ে কুষ্টিয়া ও  বামন্দীতে বিক্রি করে। কাভার্ডভ্যানসহ চালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামের মিল্টন হোসেন আত্মগোপন করে। কোম্পানির প্রতিনিধিরা বিষয়টি জানতে পেরে নারায়নগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে গতকাল সকালে নারায়নগঞ্জ থানা পুলিশের একটি দল আমলা থেকে মিল্টনকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বামন্দী বাজারে অভিযান চালিয়ে টুকু বিশ্বাসকে গ্রেফতার করকে সক্ষম হয় পুলিশ। টুকুর বাড়ি থেকে সোয়াবিন তেলের বোতল ভর্তি ২৫২টি কাটুন  ও খোলা অবস্থায় আরও এক ব্যারেল তেল জব্দ করেন। জব্দকৃত তেলসহ গতকালই নারায়নগঞ্জ থানায় পৌছায় পুলিশের ওই অভিযান দলটি। টুকু বিশ্বাসকে চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানায় ওই অভিযান টিম।