দেশের টুকিটাকি : বিপিও খাতে বছরে ২ লাখ কর্মসংস্থান হবে : জয়

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে ২০২১ সালের মধ্যে প্রতিবছর দুই লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সরকারের এ মেয়াদে ২০১৮ সালের মধ্যে আইসিটি খাতে রফতানি আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। গতাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনের ‘বিপিও সম্মেলন ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে জয় এ কথা জানান।

স্থানীয় অভিজ্ঞতার আলোকে বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরতে এবারের বিপিও সম্মেলনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবসা।’ বিপিও খাতে সরকারের সরাসরি সহযোগিতার কথা তুলে ধরে জয় বলেন, বাংলাদেশে এ খাতে প্রতিবছর প্রচুর কর্মী প্রয়োজন। এ জন্য আইসিটি বিভাগ ৪০ হাজার প্রযুক্তিবিদ তৈরির প্রকল্প হাতে নিয়েছে।

চবি উপাচার্যসহ ৫ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের কাছে এ সংক্রান্ত এক উড়ো চিঠি পাঠানো হয়। তবে কে বা কারা পাঠিয়েছে তা উল্লেখ নেই। চিঠিটি বৃহস্পতিবার পাওয়া গেলেও ডাকযোগে পাঠানোর তারিখ দেয়া রয়েছে চলতি মাসের ২৫ তারিখ। যার ফরম নম্বর ট-০৩০০। এতে চবি উপাচার্য ছাড়া যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সদস্য সচিব  ডা. চন্দন দাশ, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি।

সাংবাদিক মারধর : সাবেক এমপি রনির বিচার শুরু

স্টাফ রিপোর্টার: সাংবাদিক পেটানো মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানি চক্রবর্তী আসামি গোলাম মাওলা রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেন। আসামি রনির পক্ষে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করা হলেও তা নাকচ করেন বিচারক। রনির পক্ষে শুনানি করেন আইনজীবী কবির হোসেন; রাষ্ট্রপক্ষে ছিলেন তাছলিমা ইয়াসমিন দীপা। ২০১৩ সালের ২০ জুলাই পটুয়াখালীর তখনকার এমপি  গোলাম মাওলা রনি ঢাকার তোপখানা রোডের মেহেরাব প্লাজায় নিজের অফিসে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও চিত্রগ্রাহক মহসিন মুকুলকে মারধর করে আটকে রাখেন বলে এ মামলার অভিযোগ।

ভিক্ষুকের ঘরে মিলল লাখো টাকা, ১৯০ শাড়ি

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে হনুফা বেগম (৪৫) নামে এক ভিক্ষুকের মৃত্যুর একদিন পর তার ঘর থেকে প্রায় ২ লাখ টাকা ও ১৯০টি নতুন কাপড় পাওয়া গেছে। গতকাল বৃস্পতিবার উপজেলার উত্তরপাড়ায় ভিক্ষুকের রেখে যাওয়া খুঁড়ে ঘরের মাটির নিচে ও বিভিন্ন আসবাবপত্রের ভিতর থেকে এ সব টাকা পাওয়া য়ায়। জানা গেছে, উপজেলার নোয়াগাও ইউনিয়নের বইরগাইস পাটোওয়ারী বাড়ির ইসমাইল হোসেনের মেয়ে হনুফা বেগম। পিতা-মাতা মারা যাওয়ার পর বাড়ির লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে আশ্রয় নেয় নানার বাড়ি উত্তরপাড়ায়। কয়েকদিন যেতেই নানা-নানি মারা যায়। এরপর হনুফা বেগমের কোন অবলম্বন না থাকায় নিরুপায় হয়ে ভিক্ষা শুরু করে। মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন হানুফা বেগম। হনুফার কোন আত্মীয়-স্বজন না থাকায় অনেকটা চিকিৎসার অভাবেই কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে দাফন করেন। হনুফার মৃত্যুর একদিন পর বাড়ির লোকজন ভাঙা খুঁড়ে ঘরটির ভিতর থেকে ১৯০টি শাড়ি কাপড় এবং মাটির নিচ ছোটছোট গর্তসহ ঘরের ভিতরে হাত দিলেই বেরিয়ে আসে ১০০ থেকে ৫০০ টাকার নোট । এসব দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

 

Leave a comment