মেহেরপুরের বাড়িবাকা থেকে ৬টি বোমা উদ্ধার

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়য়নের বাড়িবাকা গ্রাম থেকে ছয়টি বোমা উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নাশকতা কিংবা প্রতিপক্ষকে ফাঁসাতে বোমাগুলো রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জামাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল গতকাল বিকেলে বাড়িবাকা গ্রামের জনৈক সাইদুর রহমানের বাড়ির পাশে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশ্ববর্তী একটি বাগান থেকে ছয়টি বোমা উদ্ধার করা হয়। তবে এ সাথে জড়িতদের আটক ও বোমার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান ডিবি ওসি।

 

Leave a comment