দর্শনা উপজেলা আন্দোলন কর্মসূচি অব্যাহত

 

 

 

হিজলগাড়ি সমাবেশ ও যান বাহনে স্টিকার লাগানো কর্মসূচি পালিত

দর্শনা অফিস: দর্শনা উপজেলাকরণ আন্দোলনে যেনো ঘরে বসে নেই কেউ। দলমত নির্বিশেষে আন্দোলনের মাঠ গরম রেখেছে সকলে। বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে অব্যাহত। সকল কর্মসূচিতে সাধারণ মানুষের মুখ থেকে একই বুলি বের হচ্ছে, চাই উপজেলা, দাও উপজেলা, হোক উপজেলা। সকল কর্মসূচিতে উপস্থিতিতেই যেন বলে দিচ্ছে দর্শনা উপজেলা ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ ছাড়তে নারাজ এলাকাবাসি। এতেও সরকারের টনক না নড়লে বড় ধরণের কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে আন্দোলনকারীরা। এবার হিজলগাড়ি প্রেসক্লাবের আয়োজনে বাজারের ক্যাম্প মোড়ে অনুষ্ঠিত হলো সমাবেশ ও বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো কর্মসূচি। ‘আসছে দুরন্ত সবুজের মিছিল, মিছিলের জমিনে ফুটবে টকবগে এক অর্জনের গোলাপ’ চাই উপজেলা, দাও উপজেলা, হোক উপহেলা এ শ্লোগানকে সামনে রেখে বেগমপুর, তিতুদহ, কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর-মদনা, নবগঠিত নেহালপুর, গড়াইটুপি ও দর্শনা পৌরসভার সমন্বয়ে দর্শনা উপজেলা বাস্তবায়নে আন্দোলনের মাঠ চাঙ্গা করে রেখেছে আন্দোলনকারীরা। গতকাল বুধবার হিজলগাড়ি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যকালে সর্বস্থরের বক্তারাদের মুখ থেকে একই কথা বেরিয়ে এসেছে। যে কোন মূল্যে দর্শনা উপজেলা ঘোষণা চাই, দিতে হবে। এলাকাবাসীর ন্যায্য অধিকার, প্রাণের দাবি সরকার যতোক্ষণ না পূরণ করছে, ততোক্ষণ আন্দোলনের মাঠ থেকে কেউ পিছু হটবে না। হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে আলোচনা করেন, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, সমাজসেবক আ. বারী, সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদ, সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান মুকুল, মিরাজ উদ্দিন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, ছাত্রনেতা আলামিন, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধোর উপস্থাপনায় আরো আলোচনা করেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক হারুন রাজু, যুগ্মসম্পাদক আহসান হাবীব মামুন, সাংবাদিক চঞ্চল মেহমুদ, নজরুল ইসলাম, ইউপি সদস্য আলী কদর, কায়েশ আলী, হিজলগাড়ি প্রেসক্লাবের উপদেষ্টা নাজিম মাস্টার, আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা শাহীন আহম্মেদ, প্রেসক্লাবের সহসভাপতি অ্যাড. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, যুগ্মসম্পাদক সেলিম রেজা, সাংগঠিনক সম্পাদক রাসেল হোসেন, অর্থ সম্পাদক মাসুম, দফতর সম্পাদক ডা. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সোনা মিয়া, ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ। সমাবেশের আগে একটি ৱ্যালি হিজলগাড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। দর্শনা উপজেলা আন্দোলনের মুখপত্র আনোয়ার হোসেন জানিয়েছেন, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রয়েছে তিতুদহ ইউনিয়ন এলাকায় সমাবেশ ও যানবাহনে স্টিকার লাগানো। অচিরেই এ কর্মসূচির দিনক্ষণ নির্ধারণ করা হবে।