মাথাভাঙ্গা মনিটর: ইতিহাস গড়লেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট পদে তিনিই প্রথম নারী প্রার্থী। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এই ইতিহাস গড়ায় হিলারির সঙ্গী হলেন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। তিনিও হলেন মার্কিন প্রেসিডেন্ট পদে প্রথম নারী প্রার্থীর স্বামী। বিশ্বের ক্ষমতাধর এই দেশটি শাসক হিসেবে বরাবরই পুরুষকে বেছে নিয়েছে; যার প্রতিফলন দেখা গেছে দলীয় মনোনয়নের ক্ষেত্রে। প্রেসিডেন্ট পদের দলীয় মনোনয়ন সব সময়ই জুটেছে পুরুষের। এই প্রথম দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কোনো নারীকে মনোনয়ন দিল। আর প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট প্রার্থীর স্বামী হিসেবে বক্তব্য রেখে ইতিহাসের অংশ হলেন বিল ক্লিনটন।
স্ত্রীর এমন সাফল্যে আপ্লুত ৬৯ বছর বয়সী বিল ক্লিনটন। ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দেয়ার সময় এই ডেমোক্র্যাট নেতা বলেন, আমার জীবনে দেখা সেরা পরিবর্তনের রূপকার হলেন হিলারি।
বিল ও হিলারির দাম্পত্য জীবন চার দশকেরও বেশি। হিলারির সাথে দেখা হওয়ার দিনটির কথা স্মরণ করে বিল ক্লিনটন বলেন, ১৯৭১ সালের বসন্তে, এক মেয়ের সাথে আমার দেখা হয়েছিলো। সেই মেয়েটি হিলারি।
আমি আমার সেরা বন্ধুকে বিয়ে করেছি। আবেগ আর উচ্ছ্বাস নিয়ে এ কথা বলেন বিল ক্লিনটন। তিনি যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন ফার্স্ট লেডি হিসেবে বেশ ভালো ভূমিকা পালন করেন হিলারি। আট বছর হোয়াইট হাউসের বাসিন্দা থাকাকালে স্বামী ক্লিনটনের সংকটে স্ত্রী হিসেবে হিলারির ভূমিকা ছিল প্রশংসনীয়। বিশেষ করে বিল ক্লিনটন যখন হোয়াইট হাউসের শিক্ষানবিস কর্মী মনিকা লিউনেস্কির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন স্ত্রী হিসেবে হিলারি তাকে ছেড়ে যাননি। পাশে থেকে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেন।
হিলারির প্রশংসায় পঞ্চমুখ বিল ক্লিনটন বলেন, হিলারি অসম্ভব স্মার্ট। অসম্ভব ব্যক্তিত্বশীল। ভালোবাসা আর আদর-যত্নে ভরিয়ে রাখা একজন মানুষ।’ তিনি আরো বলেন, হিলারি সব সময় সামনে এগোনোর পক্ষে। তিনি কে, এটা বোঝানোর জন্য এটুকুই যথেষ্ট। বাস্তব দুনিয়ায় জীবন অনেক জটিল। প্রকৃত পরিবর্তন অনেক কঠিন’ মন্তব্য করে হিলারির স্বামী বিল ক্লিনটন বলেন, তবে আপনারা একজন প্রকৃত ব্যক্তিকে মনোনীত করেছেন।’ হিলারিকে কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত ৪৫ মিনিটের ভাষণে বিল ক্লিনটন যুক্তি দিয়ে তা উপস্থাপন করেন। তিনি বলেন, হিলারির জয় আফ্রিকান-আমেরিকান, স্বপ্নহীন-হতাশ মানুষের অবস্থার পরিবর্তন করবে; তাদের সবাইকে শক্তিশালী করবে। নির্বাচনী প্রচারণায় মুসলিমদের নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আছে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তবে তার নাম উল্লেখ না করেই ডেমোক্র্যাট নেতা বিল ক্লিনটন বলেন, স্বাধীনচেতা মুসলিম হিসেবে আপনারা যারা সন্ত্রাসকে ঘৃণা করেন, তারা এ দেশেই থাকুন। আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। কারণ, আমরা ভবিষ্যতের ভাবনা ভাবি।’ হিলারি কঠিন অবস্থায়ও হাল ছাড়েন না_মন্তব্য করে বিল ক্লিনটন বলেন, তিনি (হিলারি) আমাদের সবাইকে শক্তিশালী করবেন। তিনি সারা জীবন এটা নিয়েই কাজ করেছেন। আপনারা তাকে নির্বাচিত করুন। তিনি জটিল পরিস্থিতিতেও হাল ছাড়েন না।’
এই দম্পতির একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন। চেলসি পৃথিবীর সেরা মাকে পেয়েছেন_মন্তব্য করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘মা হিসেবে তিনি সেরা।’ এই গুণ দেশ পরিচালনায় ভীষণভাবে কাজে দেবে বলে তিনি বিশ্বাস করেন।
হিলারি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, আবার হোয়াইট হাউসের বাসিন্দা হবেন এই দম্পতি। বিল ক্লিনটন যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কাজেই সে ক্ষেত্রে প্রেসিডেন্টের স্বামী হিসেবে ফার্স্ট জেন্টেলম্যান না ফার্স্ট ম্যান হবেন, এমন জটিলতায় পড়তে হবে না তাকে। সাবেক প্রেসিডেন্টের যথাযোগ্য মর্যাদাই থাকবে তার। বিল ক্লিনটনের ভাষণের পর হিলারি ক্লিনটন ভিডিওতে যুক্ত হয়ে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘কোনো ছোট্ট মেয়ে যদি এই মুহূর্তে আমার কথাগুলো শুনে থাকো, তাহলে তোমাদের উদ্দেশে বলছি, আমি হয়তো যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হব। তবে ভবিষ্যতে তোমাদেরই কেউ এই পদে বসবে। গত মঙ্গলবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে ৫০টি অঙ্গরাজ্যের রোল কল ভোট গণনা শেষে হিলারিকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হয়। কনভেনশনের প্রথম দিন দলীয় মনোনয়নযুদ্ধে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সমর্থকদের দুয়োধ্বনি ও টিটকারির পর দ্বিতীয় দিন হিলারির ‘প্রার্থিতা’ নিশ্চিত হয়। দলীয় সংহতির প্রতীক হিসেবে এদিন প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সই মাইক্রোফোনে হিলারিকে প্রার্থী ঘোষণার অনুরোধ জানান। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে চেয়ারপারসনের দায়িত্বে থাকা সিনেটর মার্শা ফাজ এরপর কণ্ঠভোট ডাকলে তীব্র করতালি ও হর্ষধ্বনির মধ্যে হিলারির প্রার্থিতা নিশ্চিত হয়।কনভেনশনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ভোট ও ককাসে স্যান্ডার্স ও হিলারির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিপুল ব্যবধানে জয় পেয়ে স্যান্ডার্স বেশ চমক দেখালেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির সমর্থন যায় হিলারির পক্ষে।
২০০৮ সালের দলীয় মনোনয়নযুদ্ধে বারাক ওবামার কাছে হারতে হয়েছিল সাবেক এ ফার্স্টলেডিকে। ওবামার প্রথম দফা সরকারে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বও পালন করেন নিউ ইয়র্কের সাবেক এ সিনেটর।
ডেমোক্র্যাটদের কনভেনশনের দ্বিতীয় দিনে সাদা-কালো ভেদাভেদ ও বিচারব্যবস্থার ওপর বেশি আলোচনা হয়। একই বিষয় প্রাধান্য পেয়েছিল আগের সপ্তাহে ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের কনভেনশনেও।
এদিন হিলারির প্রতি সমর্থন জানান সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত ট্রেভন মার্টিনের মা সিভরিনা ফুলটন। ট্রেভনের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলে কৃষ্ণাঙ্গরা।
ডেমোক্রেটিক কনভেনশনের দ্বিতীয় দিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ছাড়াও অভিনেত্রী মেরিল স্ট্রিপ, সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারও বক্তব্য দেন।