কোটচাঁদপুরে পুলিশিং কমিটির সভায় পুলিশ সুপার মিজানুর রহমান : সন্তানরা যাতে বিপদগামী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে

 

কোটচাঁদপুর প্রতিনিধি: আমাদের সন্তানরা যাতে বিপদগামী না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাদের লেখাপড়া এবং তারা কাদের সাথে মেলামেশা করছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের সন্তানরা জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। যারা অপশক্তির উত্থান চেয়েছিলো, মানবাধিকার লঙ্ঘন করতে চেয়েছিলো আমরা তাদের সে প্রচেষ্টা রুখে দিয়েছি। এই গোষ্ঠী কারা? এরা ইহুদি নাছারা। গতকাল বুধবার উপজেলা পুলিশিং কমিটি আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান এ কথা বলেন। তিনি এলাকার মা-বোনেদের ইজ্জত ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। কোটচাঁদপুর থানা ভবন অডিটোরিয়ামে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন- কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল, কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আজম খান, পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফারজেল হোসেন মণ্ডল, যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান সেলিম, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাও. নুরুন্নবী আশিকী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক খায়রুল হোসেন সাথী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা।