দুর্বৃত্তদের হামলায় জখম কেদারগঞ্জের মুদিব্যবসায়ীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কেদারগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জখম মুদিব্যবসায়ী গোলাম হোসেন মারা গেছেন। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোলাম হোসেনকে গত ১৩ জুলাই রাতে নিজ বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। গোলাম হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার উদ্দেশে নেয়া হবে বলে জানান তার ভাই হায়দার আলী। এদিকে নিহত গোলাম হোসেন স্মরণে আজ মঙ্গলবার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেদারগঞ্জ দোকান মালিক সমিতি।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জের মৃত মোরশেদ আলমের ছেলে গোলাম হোসেন (৪২) স্থানীয় কেদারগঞ্জ পৌর মার্কেটের মুদিব্যবসায়ী। গত ১৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির গেটের কাছে আগে থেকে ওঁত পেতে থাকা ৬-৭ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। গোলাম হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায় হামলাকারীরা। এ সময় তার চিৎকারে ছুটে যান স্ত্রী কোহিনুর বেগম (৩৫)। তার বাঁ হাতে একটি কোপ মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত গোলাম হোসেনের ভাই হায়দার আলী জানান, লাশ আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ময়নাতদন্ত শেষে বাড়ির চুয়াডাঙ্গার উদ্দেশে নেয়া হবে।

এদিকে গোলাম হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গার কেদারগঞ্জ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দরা। কেদারগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি আসলাম হোসেন বলেন, নিহত গোলাম হোসেন স্মরণে আজ মঙ্গলবার কেদারগঞ্জ বাজারের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সমিতি। এছাড়া শোক জানিয়েছেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী বকুল। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে হত্যাকারীদের খুঁজে বের করে আইনি আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a comment