দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দু জুয়াড়ির কারাদণ্ড

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে রানা ও আলাউদ্দিন নামের দু জুয়াড়িকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দু জুয়াড়ি তৌহিদ ও হবিবুরকে ১শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমপরপুর গ্রামের মৃত চবদুল শেখের ছেলে আলাউদ্দিন, একই গ্রামের আজিজ বক্সের ছেলে তৌহিদ এবং দুখুর ছেলে হবিবুরসহ বেশ কয়েকজন কোমরপরস্থ মুনসুর আলীর ছেলে রানা তার চায়ের দোকানের পেছনে প্রকাশ্যে জুয়া খেলছে এমন গোপন সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়া ও এএসআই মুহিত সঙ্গীয় ফোর্স নিয়ে রানার চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন এবং ওই ৪ জুয়াড়িকে হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে জুয়া আইনের ৪ ধারায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দু জুয়াড়িকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দু জুয়াড়িকে ১শ টাকা করে জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদারতের বিচারক। কারাদণ্ডপ্রাপ্ত দু জুয়াড়ি রানা ও আলাউদ্দিনকে গতকালই কারাগারে পাঠিয়েছে পুলিশ।