ঝিনাইদহে মহিলা জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি গ্রেফতার

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার বুলুমিয়া সড়ক থেকে গতকাল সোমবার ভোরে আমেনা খাতুন (৪৫) নামে এক জামায়াতের রুকনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ পৌর এলাকার ৭ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমেনা ঝিনাইদহ পৌরসভার সাবেক হিসাবরক্ষক হাফিজুর রহমানের স্ত্রী।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গতকাল সোমবার ভোরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আমেনা খাতুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু জেহাদি বই উদ্ধার করা হয়েছে।

এদিকে আমেনা খাতুনের স্বামী হাফিজুর রহমান দাবি করেন তার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা নেই। জামায়াতের সমর্থক হওয়ার কারণে তাকে গ্রেফতার করেছে।

Leave a comment