জীবননগর মহিলা কলেজ সরকারিকরণের ঘোষণায় আনন্দৱ্যালি

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ সরকারি করণের ঘোষণায় আনন্দৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য এ ৱ্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে এসে শেষ হয়।

কলেজের শিক্ষক-কর্মচারী, পরিচালনা পরিষদ, ছাত্রী ও অভিভাবকদের পক্ষ থেকে ৱ্যালির আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের নেতৃত্বে শোভাযাত্রায় পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও কলেজ অধ্যক্ষ মো. আলাউদ্দীনসহ কলেজের শিক্ষক-কর্মচারী, পরিচালনা পরিষদ, ছাত্রী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

ৱ্যালির পূর্বে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে কলেজ অধ্যক্ষ মো. আলাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর অলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা কলেজটিকে সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরকে অভিনন্দন জানান।