মেহেরপুর অফিস: ছিনতাইয়ের চার ঘণ্টা পর ছিনতাই হওয়া অটোরিকশাসহ তানভির রহমান শুভকে (২২) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মোড় থেকে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী অটোরিকশা চালক নাজিম উদ্দীনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে সেখান থেকে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান রাজু তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান জানান, মেহেরপুর গংনী উপজেলার রাকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত নূর উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম অটোরিকশা চালিয়ে মেহেরপুর-মহাজনপুর সড়কের দিকে যাচ্ছিলেন। পথে কোলারমোড়ে পৌঁছুলে কয়েকজন যাত্রী অটোরিকশায় ওঠে দফরপুর যাবে বলে জানান। অটোরিকশাটি হাতিভাঙ্গা মোড়ে পৌঁছুলে চালকের ওপর হঠাত করে আক্রমন করে তারা। এ সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এদিকে পুলিশ বিষয়টি জানার পর থেকেই সদর থানার এসআই আন নূর জায়েদ, এসআই রফিক ও এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্নস্থানে অভিযান চালায়। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাইপুর গ্রামের নিজ বাড়ি থেকে নাজিম উদ্দীনের ছেলে তানভীর আহম্মেদকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক শহরের শিশু বাগানপাড়ার একটি নির্মানাধীন ৫ তলা ভবনের নীচ থেকে অটোরিকশাটি উদ্ধার করে। এ চক্ররে অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) মেহেদি হাসান।