মেহেরপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: মেহেরপুর দুই মাদক ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল ওই দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের দিঘীরপাড়া গ্রামের মৃত রহিত মণ্ডলের ছেলে খোরশেদ আলী (৩২) ও সদর উপজেলার গোপালপুর গ্রামের মন্টু খাঁর ছেলে জাহিদুল ইসলাম (৩৪)।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, সকালে গোপালপুর গ্রামের একটি আম বাগানে দুই জন মাদক ব্যবসায়ী গাঁজা কেনাবেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে সেখানে আভিযান চালানো হয়। এ সময় ১০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রামনন্দপাল।