দর্শনাকে উপজেলা আন্দোলন কর্মসূচির সমাপনী দিনেও ব্যাপক সাড়া : দর্শনা প্রেসক্লাবে আন্দোলনকারীদের বৈঠক

 

দর্শনা অফিস: দর্শনাকে উপজেলাকরণ আন্দোলনে চাঙ্গা সকলে। আন্দোলনের সমাপনী দিনেও ব্যাপক সাড়া মিলেছে। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা বৈঠক করেছে দর্শনা প্রেসক্লাবে। বৈঠক থেকে কঠোর আন্দোলন কর্মসূচির ইঙ্গিত বেরিয়ে এসেছে। আন্দোলন কর্মসূচি বেগমান ও অব্যাহত রাখতে অঙ্গিকারবদ্ধ যেন সর্বস্থরের মানুষ। ‘আসছে দুরন্ত সবুজের মিছিল, মিছিলের জমিনে ফুটবে টকবগে এক অর্জনের গোলাপ’ চাই উপজেলা, দাও উপজেলা, হোক উপজেলা। বেগমপুর, তিতুদহ, কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর-মদনা, নবগঠিত নেহালপুর, গড়াইটুপি ও দর্শনা পৌরসভার সমন্বয়ে দর্শনা উপজেলা বাস্তবায়ন করতে হবে লেখা সংবলিত দর্শনা উপজেলা আন্দোলনের পক্ষ থেকে প্রকাশিত স্টিকার বিভিন্ন যানবাহনে লাগানো এবং সর্বস্থরের মানুষের উপস্থিতিতে সমাবেশ কর্মসূচির সমাপনী দিন ছিলো গতকাল রোববার বিকেলে। দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে একঝাক টগবগে যুবক বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো দৃশ্য ছিলো চোখে পড়ার মতো। সমাবেশে বক্তব্যকালে দিক-নির্দেশনা মূলক কথা বলেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান দর্শনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা শ্রমিকদল নেতা সাবু তরফদার, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বুলেট, হারুন অর রশিদ, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, যুবনেতা আব্দুল হান্নান ছোট, আবু ফয়সাল, শিক্ষক প্রভাষক মিল্টন কুমার সাহা, সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান মুকুল, মিরাজ উদ্দিন, হাশমত কবির, ইসরাইল হোসেন টিটো প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধোর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, যুগ্মসম্পাদক আহসান হাবীব মামুন, ক্রীড়া সম্পাদক মুনজুরুল ইসলাম, দর্শনা পৌর কাউন্সিলর মঈনুদ্দিন আহম্মেদ মন্টু, কানচু মাতবর প্রমুখ। সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত বৈঠকে আন্দোলনকারীরা আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সেই সাথে অচিরেই কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে। বৈঠকে মোবাইলফোনে আন্দোলনের মুখপত্র আনোয়ার হোসেন পরবর্তী কর্মসূচির ব্যাপারে আলোচনা করেছেন। আগামী বুধবার বিকেলে হিজলগাড়ি প্রেসক্লাবে সাংবাদিক ও এলাকার সুধিজনদের সাথে বৈঠকে বসবেন আন্দোলনকারীরা।