টিপ্পনী:

খবর (গুলির পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ)

নেক নজরের একটু আশা
তাই দাদাকে তোয়াজ করি,
সারা বছর ছাফাই গেয়ে
পক্ষে ওনার ওয়াজ করি।

পাইরুপি তার করেও গেলাম
হাত দু’খানি ধরেও গেলাম
মোসাহেবি করে করে
আবার শেষে মরেও গেলাম

দফায় দফায় বিএসএফের
হামলা হানা
কী কারণে কার বা জানা
করবে কে এর বারণ-মানা?

আমি নাকি খুব চাটুকার
চেটে যাই
কারণ ওনার এঁটোকাঁটা
পেটে যায়।

-আহাদ আলী মোল্লা