কুমিল্লার লাকসাম থানায় আটক যুবক জীবননগর নারায়ণপুরের মস্তিষ্কবিকৃত সুমন

 

জীবননগর ব্যুরো: পথ ভুলে জীবননগর থেকে কুমিল্লার লাকসামে গিয়ে আটক হয়েছে জীবননগর নারায়ণপুরের মস্তিষ্কবিকৃত যুবক সুমন (২৫)। মুখভর্তি দাঁড়ি নিয়ে উদভ্রান্তের মতো ঘুরাঘুরিকালে গতকাল শুক্রবার কুমিল্লার লাকসাম থানা পুলিশ তাকে সন্দেহজনকভাবে আটক করে। আটকের পর সে তার নাম সুমন এবং বাড়ি জীবননগরে বলে পুলিশ জানায়। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য লাকসাম থানা পুলিশ জীবননগর থানাকে অনুরোধ করে ছবি পাঠালে ওসি হুমায়ুন কবির রাতেই তার পরিচয় উন্মোচন করেন। তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুখভর্তি দাঁড়ি নিয়ে এক যুবক কুমিল্লার লাকসাম উপজেলায় উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলো। বিষয়টি সন্দেহজনক মনে হলে লাকসাম থানা পুলিশ তাকে আটক করে। আটকের পর ওই যুবক তার নাম সুমন বাড়ি জীবননগরে বলে জানায়। এর বেশি কিছু সে বলতে ব্যর্থ হয়। ফলে পুলিশের সন্দেহ বেড়ে যায়। লাকসাম থানা থেকে ছবি পাঠিয়ে আটক যুবকের বিষয়ে তথ্য চেয়ে জীবননগর থানাকে অনুরোধ করা হয়। থানা অফিসার ইনচার্জ হুয়ামুন কবির ওই যুবকের সন্ধান পেতে সন্ধ্যায় বিভিন্ন ব্যক্তির নিকট ছবি পাঠান। রাতে পৌর মেয়র জাহাঙ্গীর আলম তার পরিচয় নিশ্চিত করে পুলিশকে অবহিত করেন। পৌর প্যানেল মেয়র সাইদুর রহমান জানায়, আটক যুবকের নাম সুমন সে নারায়ণপুর সরকারপাড়ার মৃত মইরদ্দিনের ছেলে। নেশাগ্রস্থ হওয়ার পর তার মস্তিষ্কবিকৃত ঘটে। এর পর সে পথে পথে ঘুরে বেড়ায়। জীবননগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, সুমনের বিষয়ে খোঁজখবর নেয়ার পর লাকসাম থানা ও তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। লাকসাম থানা পুলিশ তাকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।