প্রেমিকার চাচার দায়েরকৃত অপহরণ মামলায় প্রেমিকের পিতা গ্রেফতার : প্রেমিকা উদ্ধার

 

আলমডাঙ্গা ব্যুরো: প্রেমিকার চাচার দায়েরকৃত অপহরণ মামলায় প্রেমিকের দরিদ্র পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামান্তা গ্রাম থেকে পুলিশ উদ্ধার করেছে অপহৃত প্রেমিকাকে।

গ্রামসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার আবুল কালাম আজাদের মেয়ে নূরজাহান খাতুন (১৬) শ্যামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী। বাড়ির পাশে অবস্থিত তাদের এক আত্মীয়র মুরগির ফার্মে কাজ করতো পার্শ্ববর্তী পোলতাডাঙ্গা গ্রামের হারুন শেখের ছেলে কবীর আলী শেখ (২০)। একপর্যায়ে কবীর আলী শেখের সাথে নূরজাহানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২ জুন নূরজাহান প্রেমিক কবীরের সাথে অজানার উদ্দেশে পাড়ি জমায়। এদিকে, প্রেমিকার চাচা হাবিবুর রহমান আলমডাঙ্গা থানায় ওই ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় প্রেমিক ও তার পিতাসহ ৫/৬ জনকে আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামান্তা গ্রামের চারাতলাপাড়াস্থ প্রেমিকের চাচার বাড়িতে অভিযান চালিয়ে প্রেমিকা নূরজাহানকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে বাড়ি থেকে প্রেমিকের পিতা হারুন শেখকে গ্রেফতার করা হয়।

Leave a comment