মৎস্য সেক্টরের অগ্রগতি নিয়ে গাংনীতে আলোচনাসভা

 

গাংনী প্রতিনিধি: মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ষোলটাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার শেখ মেছবাহুল হক।

বক্তৃতায় প্রধান অতিথি বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও সফলতার বিষয় তুলে ধরে বলেন, মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। আরো উন্নতি করে বিদেশে রফতনি করতে হবে। সেক্ষেত্রে ষোলটাকা গ্রামের মাছচাষ সারাদেশের জন্য অনুকরণীয় হতে পারে। অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার আবুল কালামের সভাপতিত্বে ও বিশিষ্ট মৎস্য চাষী আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ষোলটাকা গ্রামের মৎস্য চাষী তোজাম্মেল হোসেন, আনিছুর রহমান ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শংকর কুমার বিশ্বাস। অনুষ্ঠানে ষোলটাকা গ্রামের মাছ চাষীরা মাছ চাষের বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ওই আলোচনাসভার আয়োজন করা হয়।