দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদযাপনের অংশ হিসেবে বর্তমান সরকারের সময়ে মৎস্যখাতে অর্জিত সাফল্য ও অগ্রগতি বিষয়ে মৎস্যজীবীদের সাথে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কুড়ুলগাছি রায়সা বিল এলাকায় ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জল আছে যেখানে মাছ চাষ সেখানে এই স্লোগানকে সামনে রেখে রায়সা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য অফিসার ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার ফিরোজ আহমেদ, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা, দামুড়হুদা উপজেলা উপজেলা কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুর রাজ্জাক সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুর রশিদ ও হাদিবুল হাসান।