বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো চুয়াডাঙ্গা সদরের সুবদিয়া গ্রামের বিথি

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের মুনজুর আলীর মেয়ে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ৭ম শ্রেণির ছাত্রী বিথি আকতার (১৪)।

প্রোসেস সার্ভেয়ার ওসমান আলী জানান, কাল (শুক্রবার) পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের মুনজুর আলীর মেয়ে এবং ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ৭ম শ্রেণির ছাত্রী বিথি আক্তারের বিয়ের দিন ধার্য ছিলো। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর ইউএনও কেএম মামুন উজ্জামান গোপনে বিয়ের সংবাদ জানতে পেরে দ্রুতভাবে বিয়ে বন্ধের জন্য তাকে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক গতকাল বৃহস্পতিবার বেলা ৪টার দিকে ওসমান আলী পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, পদ্মবিলা ইউপি সদস্য মজিবুল হক ও সাবেক মেম্বার রবগুল আলী, পদ্মবিলা গ্রাম পুলিশ মধুদাশ ও শঙ্করচন্দ্র গ্রাম পুলিশ ইসরাফিল হোসেনকে সাথে নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হন। এ সময় বাল্যবিয়ের কুফল ও আইনের শাস্তির দিকগুলো বোঝালে বিথিকে আর বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন মেয়ের পিতা-মাতা ও আত্মীয়স্বজনেরা এবং গ্রামের মাতবরগণ।