দামুড়হুদায় ছোট মাছ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দু মাছ বিক্রেতার জরিমানা

 

দামুড়হুদা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদায় ছোট মাছ বিক্রির অপরাধে হরিপদ হালদার ও বিল্লাল হোসেন নামের দু মাছব্যবসায়ীকে ৫শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে জব্দকৃত মাছের পোনাগুলো পার্শ্ববর্তী ভৈরব নদীতে ছেড়ে দেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের শ্রী যুগোল হালদারের ছেলে হরি হালদার ও সুবলপুর গ্রামের তক্কেল হোসেনের ছেলে বিল্লাল হোসেন কার্পাসডাঙ্গা বাজারে বিক্রয় নিষিদ্ধ ছোট মাছ বিক্রি করছে। এমন গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান ঘটনাস্থল কার্পাসডাঙ্গা বাজারে যান এবং ওই দু মাছ বিক্রেতার বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’র ৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কেই ৫শ টাকা করে জরিমানা করেন। দামুড়হুদা উপজেলা উপজেলা কর্মকর্তা আইয়ুব আলী ও সিএ জহিরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।