ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে কাপড়ব্যবসায়ীয় হাতে শিশু শ্রমিক রুবেলকে (১৫) পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে। দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের আলী বস্ত্র বিতানের শিশু শ্রমিক রুবেল হোসেন দেরি করে দোকানে যায়। দোকানের মালিক আলী আহম্মদ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তাকে বাজারের লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দামুড়হুদার চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সে ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের রেজাউল করিমের ছেলে।