চুয়াডাঙ্গার দশমী গ্রামের উৎপল হত্যাচেষ্টা মামলায় দুজকে গ্রেফতার করেছে পুলিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রামের উৎপল হত্যাচেষ্টা মামলায় সাদ্দাম ও সজিব নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে দশমী ও কুষ্টিয়ার মিরপুর থেকে তাদেরকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার দশমী গ্রামের উৎপল হত্যাচেষ্টা মামলায় একই গ্রামের সজিবকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম দশমী গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে সজিবকে গ্রেফতার করেন। সজিব (২২) দশমী গ্রামের সামসুল আলমের ছেলে। উৎপল জবানবন্দি দেয়ার সময় সজিবের নাম উল্লেখ করেন। এছাড়া মামলার তদন্তে সজিব জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। গতকাল তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, উৎপল হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় আসামি সাদ্দামকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া মিরপুরের অঞ্জনগাছী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় সাদ্দামকে গ্রেফতার করেন। পরে এজাহার নামীয় আসামি সাদ্দামকে মিরপুর থেকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম (২৩) দশমী গ্রামের হারেজ আলীর ছেলে। গ্রেফতারকৃত দুজনকে আজ আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ৩০ জুন চুয়াডাঙ্গার দশমী গ্রামের উৎপলকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়। এ বিষয়ে উৎপলের মা দীপালী মুখার্জী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

 

Leave a comment