চুয়াডাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ে অবদান রাখায় চার উপজেলার শ্রেষ্ঠ ভূমি অফিসকে পুরস্কার প্রদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ে অবদান রাখায় চার উপজেলার শ্রেষ্ঠ ভূমি অফিসকে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভূমি অফিসগুলো হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর ভূমি অফিস, আলমডাঙ্গার খাসকররা, দামুড়হুদার কুড়ালগাছি ও জীবননগরের উথলী ভূমি অফিস। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা মাসিক রাজস্ব সম্মেলনে ওই পুরস্কার সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলমসহ অনেকে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক ভূমি উন্নয়ন কর আদায়ে অবদান রাখায় ধন্যবাদ জ্ঞাপনপূর্বক উপস্থিত ভূমি কর্মকর্তাদের কর আদায়ে আরও উদ্বুব্ধ করেন।