চুয়াডাঙ্গায় চোখের সমস্যায় সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চোখের সমস্যায় আক্রান্ত শিশুদের চিহ্নিতকরণ, রেফারাল এবং সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটির স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, সদর উপজেলা প.প. কর্মকর্তা ডা. মেজবাহ হক, চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিউজ্জামান সুমন, সাইট সেভারের পিসি গোলাম জাকারিয়া ও পিআইও মশিউর রহমান। এছাড়া  সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক মোস্তাক আহমেদ, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, এনজিও স্বাস্থ্যকর্মী, ওষুধ ব্যবসায়ী, স্থানীয় সরকারি প্রতিনিধিসহ ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার মাধ্যমে ০-১৪ বছরের গরিব ও  দুস্থ শিশুদের বিনামূল্যে চোখের অপারেশনসহ চশমা দেয়া হবে বলে জানানো হয়। এ জন্য সমাজের যেকোনো পর্যায় থেকে ওই সব রোগী যেন সুবিধা বঞ্চিত না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখার অনুরোধ জানান অতিথিবৃন্দ।

 

Leave a comment