চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চেক বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় বিধবা মহিলাদের মাঝে সেলাইমেশিন, দরিদ্র মেধাবী শিক্ষার্থী শিক্ষাবৃত্তি এবং ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আর্থিক ঋণ ও সাহায্যের চেক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ওই সেলাইমেশিন ও চেক বিতরণ করেন জেলা জাকাত কমিটির সভাপতি জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান ও এসিল্যান্ড মারুফুল আলম ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম।

জানা গেছে, সরকারি জাকাত ফান্ড থেকে চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলার ৮ জন দুস্থ, অসহায় বিধবা মহিলাদের মাঝে ৮টি সেলাইমেশিন ও ৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ২ হাজার ৪শ টাকার শিক্ষাবৃত্তির চেক এবং ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ফান্ড থেকে ৪টি উপজেলার ৮ জন দরিদ্র ইমাম ও মুয়াজ্জিন প্রত্যেককে  ১২ হাজার টাকার সুদমুক্ত আর্থিক ঋণ ও ৮ জন ইমাম ও মুয়াজ্জিন প্রত্যেকে ৩ হাজার টাকার আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।