চুয়াডাঙ্গায় গড়াইটুপি মেলার মাঠ থেকে দেশীয় অস্ত্রসহ আটক ২ জনকে আদালতে সোপর্দ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গ্রামে চলা গ্রামীণ মেলার মাঠ থেকে দেশীয় অস্ত্রসহ আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গড়াইটুপি মেলায় তল্লাশি চালিয়ে ৫টি রামদা ও ১টি চায়নিজ কুড়াল উদ্ধার ও সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের গাজীরুদ্দিনের ছেলে জসিম (২৬) এবং একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে কেরামত আলী (৩০)।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, মেলার মাঠের বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র রয়েছে এবং তা নিয়ে নাশকতার ঘটনা ঘটতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে তল্লাশি চালায়। এ সময় জসিম ও কেরামতকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ৫টি রামদা ও ১টি চায়নিজ কুড়ুল। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ড পূর্বক আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।