সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ জঙ্গিবাদ নির্মুলে শিক্ষকদের এগিয়ে আসতে হবে

মেহেরপুর অফিস: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

সংগঠনটির জেলা সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও মুজিবনগর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলিফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (রিগান)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ একেএম সোলাইমান আলী, সরকারি কলজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামূল আযীম, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি তাজউদ্দীন আহম্মেদ প্রমুখ। এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলজার, জেলা শিল্পকলা একামির সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান মাহফুজ, সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মীর মাহাবুব হোসেন, মুজিবনগর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আনারুল ইসলাম, অধ্যক্ষ আক্তারুজ্জামান, উপাধ্যক্ষ আলহাজ আনসার-উদ্দিন বেলালী, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, প্রধান শিক্ষক মামুর হোসেন, ইমদাদুল হক, আশরাফুজ্জামান, মোখলেছুর রহমান, আবুল কাশেমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করতে তৎপর একটি কুচক্রি মহল। তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছত্রীদের মোগজ ধোলায়ের মাধ্যমে তাদের জঙ্গিবাদে উৎসাহিত করছে। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ বিরোধী সকল স্তরের মানুষকে নিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা নজির বিহীন। জঙ্গিবাদ নির্মুলে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

একই সময় একই স্থানে একই কর্মসূচী পালন করে জেলা যুব মহিলা লীগ। এতে নেতৃত্ব দেন সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম। উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি, সম্পাদক নারগিস আরা, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন নেছা লতা, পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রুনু খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ।

এর আগে সকাল ১০টায় মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভয়াবহ দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল অপশক্তি রুখে দেয়ার আহ্বানে মেহেরপুর জলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে জেলা উন্নয়ন ফোরাম। মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির প্রেসিডেন্ট রফিক-উল আলম। জেনারেল সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ঈমাম সমিতির সভাপতি মাও. আনছার উদ্দীন বেলালী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি ডা. রমেশচন্দ্র নাথ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, বল্লভপুর চার্চের ডিন রেভারেন বিলিয়ম সর্দার। জেলার মুসলিম, হিন্দু, খ্রীষ্টান ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।