মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান। মুজিবনগর কমপ্লেক্সকে একটি আধুনিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভব্যতা যাচাই করেছেন মিজানুর রহমানের নেতৃত্বে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল সোমবার সকালে কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করেন প্রতিনিধি দলটি। কমপ্লেক্স এলাকায় টয়লেট, বসার স্থান, হাঁটার স্থান ও শিশুপার্কসহ বিভিন্ন স্থাপন নির্মাণ করার লক্ষ্যে মুজিবনগর কমপ্লেক্স বর্ধিতকরণ প্রকল্প গ্রহণ করেছে সরকার।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল, জেলা প্রশাসক পরিমল সিংহ ও মেহেরপুর গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জাতীয় জাদু ঘরের মহাসচিব মাহাবুব আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যপক মুকুল কুমার, প্রকল্প পরিচালক দেলয়োর হোসেন ও প্রকৌশলী ফিরোজ হাসানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।